কৃষি সংবাদ ডেস্কঃ
সিরাজগঞ্জ সদরে খরিফ-১/২০১৭-১৮ মৌসুমে আউশ উপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে আউশ বীজ, রাসায়নকি সার ও সেচ সহায়তা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১২এপ্রিল/২০১৮ সকাল ১০.০০ টায় কৃষি সম্প্রসারণ অধদিপ্তর, সিরাজগঞ্জ সদরের আয়োজনে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব রিয়াজ বলেন, র্বতমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকের উন্নয়ণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়্নের জন্য বিনা মূল্যে সার ও উন্নত বীজ প্রদান করছ। আউশ আবাদ বৃদ্ধির জন্য সরকার কৃষকদের প্রণোদনা দিয়ে কৃষি খাতকে আরো বেগবান করতে চায়।
সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সরকার মোহাম্মদ রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রণোদনা সভায় সঞ্চালনা করেন সিরাজগঞ্জ উপজেলা কৃষি র্কমর্কতা কৃষিবিদ মোঃ রুস্তুম আলী।
কৃষি প্রণোদনা র্কমসূচীর আওতায় ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ, রাসায়নকি সার ও সেচ সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষক ৫ কেজি করে আউশ বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৫০০ টাকা পাবেন বলে জানানো হয়।