অতিরিক্ত সচিবের সাথে
নাহিদ বিন রফিক (বরিশাল) : কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা আজ নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিবি) মো. রুহুল আমিন তালুকদার।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, প্রাকৃতিক কারণে কৃষির সমস্যা থাকবে। তবে এগুলো কাটিয়ে দক্ষিণাঞ্চলের সম্ভবনাকে কাজে লাগাতে হবে। শস্য উৎপাদনে বরিশালের ঐতিহ্য মাঝখানে নিম্মমুখী ছিল। আপনাদের প্রচেষ্টায় এখন আবার উন্নত হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে রাখছে অনন্য অবদান। তিনি আরো বলেন, মাটি এবং পরিবেশ উপযোগী ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
বানারীপাড়ার উপজেলা কৃষি অফিসার মো. অলিউল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক তাওফিকুল আলম, বরিশালের উপপরিচালক হরিদাস শিকারী, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, ডিএই পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরের উপপরিচালক আবু হেনা মো. জাফর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মিজানুর রহমান, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম, উজিরপুরের উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে ডিএই, বিএডিসি, ব্রি, বারি, বিনা, কৃষি তথ্য সার্ভিস, এসসিএ, এসআরডিআই, বিএসআরআই, এটিআই, হর্টিকালচার সেন্টার এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।