Site icon

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দের বারি পরিদর্শন

বারি পরিদর্শন

বারি পরিদর্শন

কৃষি সংবাদ ডেস্কঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস (গবেষণা অনুবিভাগ) এবং বলাই কৃঞ্চ হাজরা (গবেষণা অধিশাখা) আজ ২২ জানুয়ারি বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট – বারি পরিদর্শন করেছেন। এসময় অতিরিক্ত সচিববৃন্দ ইনস্টিটিউটের উদ্যানতত্ত¡, তৈলবীজ, ডাল, মসলা ও অন্যান্য গবেষণা মাঠ এবং উদ্ভিদ রোগতত্ত¡, কীটতত্ত¡, মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগার পরিদর্শন করেন।

সকালে অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এরপর গবেষণা মাঠ ও গবেষণাগারসমূহ পরিদর্শন শেষে অতিথিবৃন্দ মহাপরিচালক মহোদয়ের সভাকক্ষে ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এরপর মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) মোছা. দিলআফরোজা খানম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান সহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

বারি পরিদর্শনকালে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিজ্ঞানীদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Exit mobile version