কেআইবি’র বনভোজন গত ২১ জানুয়ারি ২০১৭ তারিখ অনুষ্ঠিত

কেআইবি'র বনভোজন

কেআইবি'র বনভোজন

 

কৃষিসংবাদ ডেস্কঃ

কেআইবি’র বনভোজন

কেআইবি’র বনভোজন গত ২১ জানুয়ারি ২০১৭ তারিখ কৃষিবিদ ইন্সটিটিউশন, ঢাকা মেট্রো চাপ্টারের উদ্যোগে কেআইবি’র বনভোজন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর  মনোরম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রায় হাজার খানেক কৃষিবিদের এক মিলন মেলায় পরিণত হয়। কেআইবি’র বনভোজন এ শিশুদের জন্য খেলাধূলা, মহিলা ও পুরুষের নানা খেলাধূলা, র‍্যাফেল ড্র ও হাউজি খেলার আয়োজনে চমৎকার এক বিনোদনের পরিবেশ সৃষ্টি হয়। এর সাথে বিভিন্ন অতিথি শিল্পীদের এক মনোজ্ঞ  পরিবেশনায় বনভোজনে আলাদা এক মাত্রা এনে দিয়েছে।

কেআইবি’র বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি । আরো উপস্থিত ছিলেন কেআইবির সভাপতি সালেহ আহমেদ ও মহাসচিব প্রিন্স। সব শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও কেআইবি’র নেতৃবৃন্দ পুরষ্কার  বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *