মোঃ বশিরুল ইসলাম, শেকৃবি থেকেঃ
কোটা সংস্কারের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বুধবার বিকালে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে বলা হয়, চলমান কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে সারাদেশে চলমান ছাত্র আন্দোলনের প্রতি শেকৃবি শিক্ষক সমিতির পূর্ণ সমর্থন রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিতে শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাবি উপাচার্য ভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি