ক্ষতিকারক পোকা সনাক্তকরনে বগুড়ায় আলোক ফাঁদ

ক্ষতিকারক পোকা

আল আমিন মন্ডল, বগুড়া থেকেঃ

ক্ষতিকারক পোকা :

ক্ষতিকারক পোকা সনাক্তকরনের লক্ষ্যে গত শুক্রবার রাঁতে বগুড়ার গাবতলী কাগইলের কৈঢোপ গ্রামে আলোক ফাঁদ করা হয়। আলোক ফাঁদ পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুন মহল তুলি। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আলমগীর হোসেন, ফজলুল হক, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, রাখিবুল হাসান, সিহাব উদ্দিন, সোহেল রানা, আইনুর রহমান প্রমূখ।

এ ব্যাপারে স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেন যে, এভাবে ক্ষতিকারক পোকা সনাক্ত করা গেলে আলোর ফাঁদের মাধ্যমে তা দমন করা সম্ভব হবে। ফলে ফসলের আশানুরুপ ফলন ঘরে তোলা সম্ভব হবে। অন্যদিকে রাসয়নিক কীটনাশকের ব্যবহার কমে আসবে আর পরিবেশ হবে দূষণ্মুক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *