মোস্তাফিজুর রহমান
খামারীদের জার্মান ঘাস বিতরণ
খামারীদের জার্মান ঘাস বিতরণ ঃ বরেন্দ্র অঞ্চলে গবাদীপ্রাণির ঘাসের সমস্যা দূরীকরণের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে জার্মান ঘাসের কাটিং খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্তকতা ডা: মো: সফিকুল আলম এই কাটিং খামারীদের মাঝে বিতরণ করেন। ক্যাম্পাসে লাগানো জার্মান ঘাসের প্লট থেকে কাটিং করে খামারীদের মাঝে বিতরণ করে এলাকায় এই জার্মান ঘাসের ব্যপক চাষাবাদের উদ্দেশ্যে এগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। পুষ্টি সম্পন্ন এ ঘাস নিচু সকল জমিতেই ভাল জন্মে। এমনকি বেশি জলাবদ্ধতা থাকে এমন জমিতেও এরা করে যায় না, বরং পানি বাড়ার সাথে সাথে এরা বাড়তে থাকে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নাচোল উপজেলার তিন খামারীর কাছে কাটিং বিতরণ করা হয়। পাশাপাশি এই ঘাসের পুষ্টিগুন ও চাষের নিয়মকানুন ও বলে দিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই সময় প্রাণিসম্পদ অফিসের অনান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: সফিকুল আলম বলেন, বরেন্দ্র অঞ্চল খরা প্রবণ। বেশি আবাদের কারণে স্থায়ী হয়না এলাকার জমির ঘাস। গবাদীপ্রাণির জন্য ঘাষের প্রয়োজনীয়তা অনেক। সেই দিক বিবেচনা করে আমরা জার্মান ঘা্স চাষে খামারিদের সচেতন করতে বিনামূল্যে জার্মান ঘাস বিতরণ করছি। সারা বছর থাকবে, একবার লাগালে ১০-১৮ বছর পর্যন্ত বাচবে। আমি আশা করছি এর চাষ করলে খামারীরা অর্থনৈতিক ভাবে লাভবান হবে। উৎপাদন বৃদ্ধি পাবে।