Site icon

শেরপুরে দুগ্ধ উৎপাদনকারী খামারীদের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মোঃ মোশারফ হোসেন, শেরপুর :

খামারীদের প্রশিক্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সদস্যদের প্রাক নিবন্ধ প্রশিক্ষণ ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়েছে। সমবায় অধিদপ্তর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এনজেএলআইপি) আওতায় দুধের উৎপাদন বৃদ্ধি ও সহজলভ্য করতে উপজেলার ৫টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে। এতে ৯টি সমিতির ২২৫ জন দুগ্ধ খামারী রয়েছে।
সকালে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সদস্যদের প্রাক নিবন্ধ প্রশিক্ষণ ও নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে ভিাগীয় সমবায় সমিতির যুগ্ম নিবন্ধক মো. খোরশেদ আলম, এসডিএফ এর জেলা ব্যবস্থাপক হাসান নেওয়াজ মোহরাম্মদ মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা প্রণব চন্দ্র ভট্রাচার্য প্রমুখ।

Exit mobile version