একজন সফল খামারির ডায়েরি থেকেঃ গরু মোটাতাজাকরণ এর কিছু গোপন টিপস

গরু মোটাতাজাকরণ

Md Parvez Moshrof

যারা গরু মোটাতাজাকরণ করে লাভবান হতে চান তাদের জন্য বেশ কিছু গোপন টিপস। যা মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার সফলতার চাকা। প্রথমে জেনে নেওয়া যাক গরু মোটাতাজাকরণ করে লাভ কি হতে পারে সেসব বিষয়।

*স্থানিয়হাট গরু মোটাতাজাকরণ থেকে গরু কিনে শুরু করা যায়।
*অল্প বিনিয়োগে স্বল্প সময়ে লাভ সহ মূলধন ফেরত পাবেন।
*স্থানিয় ভাবে প্রাপ্ত খাবার সাথে ভাড়ির উচ্ছিষ্ট খাবার কাজে লাগানো যায়।

গরু বাছাইকরণঃ

এবার আসি গরু বাছাই করনে। মোটামুটি সবাই জানেন তারপরেও আবার বলছি বয়স ২ থেকে৩ বছর হলে ভালো,সংকর বা ফিজিয়ান,সিন্ধি জাত হলে ভালো । আমি দেশি লাইক করি না।চামড়া ঢিলেঢালা,হারের জোরা মোটা,ঠান্ডা প্রকৃতির,রোগ মুক্ত এগুলোই।গরু কিনার পর প্রথম কাজ হচ্ছে গরুকে কৃমি মুক্ত করা এক্ষেএে এ্যালমেক্স ভেট,ট্টাইলেভ ভেট,এলটি ভেট দিতে পারেন।মুখের রুচি বাড়াতে এনোরা দিতে পারেন। সাথে ভিটামিন দিতে পারেন কিন্তু আমি কোন ভিটামিন দেইনা। তার পরেই হচ্ছে সুষম খাবার পরিমান মত খাবার।

গরুর দৈনিক খাবারঃ

 একটি গরুকে দৈনিক নিম্নোক্ত খাদ্য প্রদান করা যেতে পারে:-১০০ ওজনের গরুর খাবারের নাম ও তালিকা ১/ইউ এম এস যে পরিমান খেতে পারে অথবা পর্যাপ্ত। তবে সার ও চিটা গুড় এর পরিমান ঠিক রেখে।৫ গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে ২৫ গ্রাম পযন্ত। ২/দানাদার ২কেজি। আমি ভাল মানের রেডি ফিডের পক্ষে। কেননা এতে প্রয়োজনীয় সব উপাদান সঠিক পরিমানে থাকে যা আপনি বাড়িতে তৈরি করতে পারবেন না।আবার বড় খামারিদের মত ফিড তৈরিও করতে পারবেন না কেননা একসাথে অনেক বানাতে হয়।তাছাড়া বিভিন্ন প্রবলেম তো রয়েই গেছে। এখন মনে প্রশ্ন আসতে পারে ভাল মানের খাবার কোন কোম্পানির টা তাহলে আমি বলবো এ সি আই, অমৃত নিটল,সৌদি বাংলা, এগুলো বাজারের বেস্ট আমার মতে কেননা আমি নিজে ইউজ করি ফলাফল ভাল আর দামও সব চাইতে বেশি। ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। চিন্তা করবেন না ফলাফল খুব ভালো তবে সব দিকেই ভাল করতে হবে তাহলেই ফিডের ফলাফল ভালো পাবেন। মানে শুধু ফিড দিয়েই হবেনা । ৩/কাচা ঘাস ১০ কেজি মিনিমাম। ঘাস হচ্ছে সব চাইতে দরকারি। গরু পালতে চাইলে আগে ঘাস চাষ করতে হবে। যাদের ঘাস চাষ করার কোন উপায় নাই তাদের গরু পালার কোন দরকার নাই। কেননা ঘাস ছাড়া গরু পালন করে লাভ করা প্রায় অসম্ভ। বেশি বাড়িয়ে বলতে চাইনা শুধু বলবো ঘাস ছাড়া চলবেনা। আমি এখানে ১০০ কেজি ওজনের গরুর খাবার নিয়ে আলোচনা করেছি। ১০০ কেজি বেশি হলে প্রতি ৫০ কেজি ওজনের জন্য দানাদার এক কেজি ও ঘাস ৫ কেজি যোগ করে হিসাব করবেন। যেমন ধরুন ১৫০ কেজির গরুকে দানাদার ৩কেজি ঘাস ১৫কেজি।

মোটামুটি এগুলো হলো গরু মোটাতাজা করনের একটা পদ্ধতি তবে এর উপরেই ভিওি করে গরু মোটাতাজা করন হয়ে যাবে না।প্রাণীর থেকে ভাল কিছু পেতে হলে তাদের ভালোবাসতে হবে সময় মত গোছল,খাবার মেডিসিন দিতে হবে। বুঝতে হবে ওদের মনের সাথে মন মিলাতে হবে কি চাই কিসে ওদের শান্তি কিসে তারা মজা পায় ভালো থাকে।আপনাকে লেগে থাকতে হবে আপনার বিজনেস আপনাকেই পরিচালনা করতে হবে। ভালো ব্যবস্থাপয়ান ,সঠিক সময় সঠিক কাজটি,আপনাকে ভালো কিছু দিবে।যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করবেন জানানোর চেষ্টা করভো।আজ আর নই ইনশাআল্লাহ আবার পরে কথা হবে।আমি আসলে লিখায় খুব কাচা ভালো গুছিয়ে লিখতে পারিনা। লেখায় অনেক ভুল ত্রুটি উল্টা পাল্টা হয় তাই আগেই মাফ চেয়ে নিচ্ছি। আর সবাই দোয়া করবেন যেন আমার অল্প জানা বাংলাদেশের অনেক জানিয়ে কিছুটা হলেও দেশে উপকার করতে পারি।

 

3 thoughts on “একজন সফল খামারির ডায়েরি থেকেঃ গরু মোটাতাজাকরণ এর কিছু গোপন টিপস

  1. Obaidul March 29, 2017 at 10:23 pm

    Very good experience.. you may try Nourish cattle feed. Best of luck.

    Reply
  2. Tawhid April 4, 2017 at 12:18 am

    আপনার গরুকে শুকনো খড় দেন না?
    রেডি ফিড কি অন্যান্য দানাদার, জেমনঃ ধানের কুড়া, ভুট্টা ভাঙ্গা, ভুষি, খৈল, ইত্তাদি এসব এর বিকল্প ?
    দেশি এঁড়ে বা ষাঁড়ে কি সমস্যা হয়?

    Reply
  3. mannan September 2, 2018 at 12:18 pm

    ১ মন গরুকে ৪ মাসে মোটাতাজাকরনে কত মন করা যায়। শুধু শুকনো খড়, অার রেডি ফিড দিয়ে।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *