গরু মোটাতাজা করনের জরুরী কতিপয় বিষয়

গরু মোটাতাজাকরণ

গরু মোটাতাজাকরণ

শাহ এমরান, স্বপ্ন ডেইরীর স্বত্ত্বাধিকারী

গরু মোটাতাজাকরণ : যারা গরু মোটা তাজা করে অনেকে লাভজনক ব্যবসা করতে চান কিন্তু অনেকের কাছে বিষয়টি পরিষ্কার নয়। মনে রাখতে হবে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করলে গরু মোটাতাজা করে বেশি লাভবান হওয়া যায়। আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

ফ্যাটেনিং বা গরু হৃষ্টপুষ্ট করনে সফলতা পেতে নিচের উল্লেখিত ১০ টি দিকে বিশেষ গুরুত্ব দিন

১) ভাল ব্রিড বাছাইকরন
২) শুকনা কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরন
৩) ৪ মাস পরপর সময়মত কৃমিমুক্ত করন
৪) বছরে ২ বার ভ্যাকসিন প্রদান
৫) প্রজেক্টের সময় নির্ধারন, সেক্ষেত্রে ৪ মাস বেস্ট
৬) প্রজেক্টের সময় নির্ধারন অনুযায়ী গরু বাছাইকরন
৭) গরুর বয়স অনুযায়ী খাদ্য ম্যানু তৈরী করন
৮) ছেড়ে পালার চেস্টা করুন। দেখবেন লেবার, বিদ্যুৎ ও পানির বিল খরচ কমে যাবে।
৯) খামারে ডিজিটাল ওয়েট স্কেল রাখুন
১০) অল্প কিছু প্রাথমিক চিকিৎসা নিজেই শিখে ফেলুন

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *