***এ কিউ রাসেল***
টাঙ্গাইলের গোপালপুরের বন্যা দূর্গত এলাকার গবাদি প্রাণিদের রোগ প্রতিরোধের জন্য উপজেলা প্রাণিসম্পদ দফতরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহযোগিতায় ১৭ আগস্ট বুধবার বিভিন্ন রোগ প্রতিষেধক বিনামূল্যে টিকা প্রদান করা হয়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ৪সদস্যের একটি টিম গতকাল বুধবার দিনব্যাপী শতাধিক গবাদি প্রাণিকে তড়কা, ক্ষুরা ও বাদলা রোগ প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদান করেন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের মাঠ কর্মী আজিজুর রহমান, শেখ আবদুল্লাহ আল-মামুন ও কাজিম উদ্দিন মোল্লা তার সঙ্গে ছিলেন।
বন্যা কবলিত উপজেলার মির্জাপুর, নগদাশিমলা ও আলমনগর ইউনিয়নের ৩হাজার ৬শত গবাদি প্রাণিকে এসব রোগ প্রতিষেধক টিকা বিনামূল্যে প্রদান করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন।
কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম