Site icon

গোপালপুরে ধৈঞ্চা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

Dae-News Photo. Gopalpur-Tangail.13 July 2016
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের গোপালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য স্থাপিত সবুজ সার ধৈঞ্চা প্রদর্শনীর মাঠ দিবস ১৩ জুলাই বুধবার দুপুরে পৌরশহরের খাসসূতী গ্রামের লাইলি বেগমের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
গ্রামের সফল চাষি মো. শরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম। বক্তব্য রাখেন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইব্রাহিম মিঞা, ডিকেআইবি উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, উক্ত ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মো. আব্দুল মালেক, মুহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।
প্রসঙ্গত, খাসসূতী গ্রামের আনোয়ার হোসেনসহ ৫জন কৃষকের ৫বিঘা জমিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য সম্প্রতি সবুজ সার (ধৈঞ্চা) প্রদর্শনী স্থাপন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জমির উর্বরতা শক্তি বৃদ্ধির লক্ষে উক্ত ধৈঞ্চা পাওয়ার টিলারের মাধ্যমে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Exit mobile version