বাংলাদেশে বেসরকারি পর্যায়ে দক্ষতা প্রশিক্ষণের বাজার সৃষ্টির লক্ষ্যে ইউকে এইড ও এসডিসি-র যৌথ অর্থায়নে ৫-বছর মেয়াদী সুদক্ষ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় ২২ মিলিয়ন পাউন্ড অর্থায়নে এইপ্রশিক্ষণ কার্যক্রমটি প্যালাডিয়াম কর্তৃক সুইস্কনট্যাক্ট ও ব্রিটিশ কাউন্সিল এর সাথে যেীথভাবে নির্মাণ শিল্প ও রেডিমেড গার্মেন্টস সেক্টরে প্রাইভেট প্রশিক্ষণ প্রদানকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানার সাথে অংশীদারিত্বে বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রশিক্ষণ কর্মসূচির অগ্রযাত্রায় ৫ মে ২০১৬ ইং গ্লোরিয়াস টেকনিক্যাল ট্রেনিং ইসস্টিটিউট, চটবাড়ী, মিরপুর, ঢাকায় সুদক্ষ প্রকল্পের আওতায় হাউজ ওয়্যারিং ইলেট্রিশিয়ান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কৃষিবিদ তারিক হাসান -এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুদক্ষ প্রকল্পের টিম লিডার মি. পল উইজারস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য জনাব প্রফেসর ড. আর আই সরকার।
গ্লোরিয়াস টেকনিক্যাল ট্রেনিং ইসস্টিটিউট একটি অন্যতম প্রধান বেসরকারি পর্যায়ের প্রশিক্ষণ প্রদানকারি সংস্থা এবং সুদক্ষ প্রকল্পের পার্টনার সংস্থা যেটি গত ০৮ বছর যাবৎ কনস্ট্রাকশন সেক্টরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল এবং সুদক্ষ প্রকল্পের ডিপুটি টিম লিডার মি. সুরেশ মাহতো। প্রেস বিজ্ঞপ্তি।।