অনুদান দিল সিভাসু :চট্টগ্রামের সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণে আহতদের চিকিৎসার্থে সিভাসু পরিবারের পক্ষ থেকে ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৯.০৬.২০২২) সন্ধ্যায় সিভাসু’র একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন।