চলে গেলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সফিউল আলম

ড.মো. সফিউল আলম

ড.মো. সফিউল আলম

আব্দুল মান্নান হাবিপ্রবি থেকেঃ

ড.মো. সফিউল আলম ঃ হাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম স্যার আর আমাদের মাঝে নেই। ১৯ মার্চ ২০২১ তারিখ ভোররাত ৩ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (১৯৫২-২০২১)।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রফেসর মো. ড. সফিউল আলম ১৯৫২ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নাঠুয়াপাড়া গ্রামে এক সম্ভ্রাান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম তোয়াল্লেদ হোসেন ও মাতা সাহেরা খাতুন। তিনি ১৯৭৮ সালে রাশিয়ার মস্কো’র প্রেট্রিস লুমুম্বা পিপল্স ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে এমএস এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে কৃতিত্বের সাথে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী প্রফেসর মো. ড. সফিউল আলম ১৯৮১ সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন।

১৯৯১ সালে তৎকালীন হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ, দিনাজপুরে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। ২২ আগস্ট ১৯৯৬ থেকে ১৬ জুন ১৯৯৯ পর্যন্ত তৎকালীন পটুয়াখালি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর ডীন হিসেবে যোগদান করেন।

দেশি বিদেশী জার্নালে তাঁর ৬০ টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. মো. সফিউল আলম বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন এসেসিয়েশন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানীত সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *