বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জয়নুলের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত

চিত্রকর্ম প্রদর্শনী

 বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও রোকেয়া গ্রন্থাগার বাকৃবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে চিত্রকর্ম প্রদর্শনীর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

বিশ্ববিদ্যালয় রোকেয়া গ্রন্থাগারের সংগঠক হান্নান সরকারের সঞ্চালনায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক রয়া ত্রিপুরার সভাপতিত্বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন, পশুপালন অনুষদের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ও সুস্থ মননসম্পন্ন মানুষ গড়ে তুলতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন কর্মসহ দেশের অতীত ঐতিহ্য, চিত্রশিল্প গুরুত্বপূর্ণ বলে মতপ্রকাশ করেন
চিত্রকর্ম প্রদর্শনীতে বাকৃবির ৫ জন ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শিত হয়।

===

বাকৃবিতে পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক সুলতানা রাজিয়া হলে নিরাপদ পানির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ওই হলের ছাত্রীরা। শুক্রবার দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে ওই বিক্ষোভ করে ছাত্রীরা।

ভুক্তভুগী শিক্ষার্থীরা জানায়, গত তিন মাস ধরে দিনে দু-তিন বার করে পানি চলে যায়। আর যখন পানি থাকে তখন পানির সাথে বিভিন্ন ময়লা, বালিসহ ইত্যাদি বের হয়। আবার মাঝে মাঝে শরবতের মত ঘোলা পানিও বের হয়। যা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগি। বারবার হল প্রশাসনকে বিষয়টি সম্পর্কে অবগত করলেও কোন সুরাহা হয়নি। এঘটনায় হলের প্রায় দুই শতাধিক ছাত্রী ক্ষীপ্ত হয়ে বালতি, জগ, বোতল নিয়ে দুই ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

ছাত্রীদের আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করে। সেখানে ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজি ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মসদ রুবেল উপস্থিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের সাথে আলোচনায় বসেন। দুপুর সাড়ে ৩টার দিকে আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান করা হবে, প্রক্টরের এমন আশ্বাসে ছাত্রীরা অবরোধ তুলে হলে ফিরে যায়।

এবিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী শাহানারা আহমেদ বলেন, অনেক দিনের পুরোনো পানির লাইনের জন্য এমন সমস্যা হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল শাখাকে ছয় বার চিঠির মাধ্যমে বিষটি জানিয়েছি। তবে সমস্যাটি সমাধানে একটু বিলম্ব হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *