বাকৃবি প্রতিনিধি
কার্যালয়ের তালা খুলে দেয়া ও তাদের ওপর করা হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)।
রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে তারা।
বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত দাস ও বর্তমান সহ-সভাপতি জুনায়েদ হাসান। সমাবেশের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌতম কর।
সমাবেশে বক্তারা গত ২৭ ও ২৮ এপ্রিলে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কার্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তারা। এসময় হামলায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
পরে সমাবেশ শেষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বরাবর স্মারকলিপি প্রদান করেন মিছিলকারীরা।