মোস্তাফিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি
জঙ্গীবাদ বিরোধী মিছিল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি ) আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত জঙ্গিবাদ, বোমা হামলা ও অপসংস্কৃতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে হাবিপ্রবি ছাত্রলীগ। মিছিলটি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডি-বক্স চত্ত¦রে শুরু হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে এবং ডি-বক্স চত্ত¦রে শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য দেন নাহিদ আহমেদ নয়ন, মামুন অর রশিদ, নুর ইসলাম, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম রাসেল, ফাহিম আরশাদ প্রমুখ এবং সঞ্চারণা করেন মুনেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান মিলন, সৌরভ, মাহফুজ, নাজমুল হোসেন, তন্ময় দত্ত, সুজন, সাব্বির, জাকির, জামান, অপূর্ব, আবির, নবী, অন্তু প্রমুখ। সমাপনী বক্তব্যে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন বলেন, জঙ্গিবাদ কোন ধর্ম মানে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখনই উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালানো হচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে আপামর ছাত্র-জনতাকে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।
তারিখ-২৮-০৩-১৭