Site icon

জামালপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর উদ্যোগে ‘ বিশ্ব মৃত্তিকা দিবস – ২০১৮’ পালিত

বিশেষ সংবাদদাতা, জামালপুর থেকেঃ

বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৮ : আজ ৫ ডিসেম্বর ২০১৮ তারিখ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুরের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস-২০১৮ পালিত হয়। সকাল ১০.৩০ টায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট (আরএআরএস) এ গিয়ে শেষ হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, জামালপুর জেলা কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ শওকতুজ্জামান এবং আঞ্চলিক গবেষণাগারের ইনচার্জ কৃষিবিদ ড. মোঃ নূরুল হুদা আল মামুন এর নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন।

এতে আরো অংশ গ্রহণ করেন জামালপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আব্দুল মান্নান, কৃষিবিদ ড. মোশাররফ হোসেন, বিএডিসির উপপরিচালক কৃষিবিদ জয়নাল আবেদিন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর কেন্দ্রের এসএসও ড. রিমা আশরাফি, বাংলাদেশ সুগার ক্রপ ইন্সটিটিউট জামালপুর কেন্দ্রের এসএসও ড. মোহিতুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পরে আরএআরএস জামালপুরের সেমিনার কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশ্ব মৃত্তিকা দিবসের উপর ছড়া-কবিতা পাঠ করেন ড. মোঃ নূরুল হুদা আল মামুন। তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ডিসেম্বরের ৫ তারিখে বিশ্ব ব্যাপি পালিত হচ্ছে জাতি সংঘের অধীন কৃষি ও খাদ্য সংস্থা (FAO) কর্তৃক ঘোষিত বিশ্ব মৃত্তিকা দিবস-২০১৮ এবারের প্রতিপাদ্য বিষয় হলো- Be the Solution to Soil Pollution অর্থাৎ মৃত্তিকা দূষণ, করি অনুশাসন।  বক্তব্য পেশ করেন আরএআরএস এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আব্দুল মান্নান। তিনি সকলকে মৃত্তিকা দিবসের শুভেচ্ছা জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইমরুল তার বক্তব্যে বলেন, মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস ) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে এটি জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর ৫ ডিসেম্বরে সারা বিশ্ব ব্যাপী দিবসটি উদযাপিত হয়। থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মদিনকে সম্মান জানাতেই এই দিনটিকে বেছে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল করিম বলেন, আমাদের দেশের অনেক কৃষক এখনো মাটির স্বাস্থ্য ও পরীক্ষা সম্পর্কে অবহিত নন। তাদেরকে মাটি পরীক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। পরে আগত সকল সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের  সভাপতি  কৃষিবিদ ড. মোঃ শওকতুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, জামালপুর।

 

Exit mobile version