বিশ্ব খাদ্য দিবস
নাহিদ বিন রফিক (বরিশাল) : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং ডিএই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন এবং জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম।
ঝালকাঠি সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. আরিফুর রহমানের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, ঝালকাঠি সদরের উপজেলা কৃষি অফিসার মো. রিফাত শিকদার, উপসহকারি কৃষি অফিসার মো. আসাদুজ্জামান হাওলাদার, কৃষক শামীম আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের খাবারের কোনো অভাব নেই। এখন দরকার পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ। আর এ জন্য সবার সচেতন হওয়া প্রয়োজন। সে সাথে ফসলের কাক্সিক্ষত উৎপাদনের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। তাহলেই আমরা সফলকাম হবো।
এর আগে এক বর্ণাঢ্যর্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ডিসি চত্বরে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী। অনুষ্ঠানে কৃষক এবং সাংবাদিকসহ কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এদিকে বরিশালেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। সভাপতিত্ব করেন উপপরিচালক হরিদাস শিকারী।