ঝালকাঠির নলছিটিতে বারি আম-৪’র ওপর মাঠদিবস অনুষ্ঠিত

বারি আম-৪ ’র ওপর কৃষক মাঠদিবস ১৬ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশায় অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

বারি আম-৪

কৃষি সংবাদ ডেস্কঃ

নাহিদ বিন রফিক (বরিশাল): বারি আম-৪ ’র ওপর কৃষক মাঠদিবস ১৬ জানুয়ারি ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশায় অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, বারি আম-৪ নাবী জাতের ফসল। খেতে মিষ্টি। দেখতেও সুন্দর। আঁশহীন এবং রসালো। বিচি পাতলা। ফলনও বেশ ভালো। তাই এর আবাদ বাড়ানো চাই। আমের বাগানে সাথি ফসল হিসেবে শাকসবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণে তিনি সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।

সিদ্ধকাঠি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই’র উপপরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার আলী আহম্মদ, উপসহকারি কৃষি অফিসার মো. ইদ্রিস কাজী প্রমুখ। মাঠদিবসে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

এর আগে প্রধান অতিথি মগড় ও ভৈরবপাশার বিভিন্ন ফসলের ক্ষেত পরিদর্শন করেন। পরে তিনি উপজেলায় কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *