ডিন’স অ্যাওয়ার্ড পেলেন সিভাসু’র ২১ শিক্ষার্থী

ডিন’স অ্যাওয়ার্ড

ডিন’স অ্যাওয়ার্ড

কৃষি সংবাদ ডেস্কঃ
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের সেরা ২১ জন শিক্ষার্থীদেরকে প্রদান করা হয়েছে ডিন’স অ্যাওয়ার্ড। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্মানজনক এ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি।


অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান।


ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, মাসুমা আফরিন এ্যানি, আব্দুল মতিন, ২য় ব্যাচের নাজমুল সারোয়ার, শামীমা আহমেদ, তাসলিমা আহমেদ, ৩য় ব্যাচের মেহের নাহিদ, মো: শওকত হোসেন, সুস্মিতা ঘোষ লিজা, ৪র্থ ব্যাচের সৈয়দা নববী ইসলাম, মো: রহিম বাদশা, সুলতানা নাজিয়া, ৫ম ব্যাচের কানিজ ফাতেমা নিশান, সুলতান মোহাং আদনান, ফাহমিদা সুলতানা, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান, তৃষ্ণা রায়, দেবপ্রিয় মজুমদার এবং ৭ম ব্যাচের একা মজুমদার, সুস্মিতা চৌধুরী, সুলতানা জান্নাত পমি।
ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, গবেষণা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যারা নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে ভূমিকা রাখতে পারবে। এ বিশ^বিদ্যালয়ের উদ্যোগে একটি ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *