Site icon

ঢাকায় হাবিপ্রবির ভেটেরিনারিয়ানদের ঈদ ও পুজা পরবর্তী পূনর্মিলনী

ঈদ ও পুজা পরবর্তী পূনর্মিলনী

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় হাবিপ্রবির ভেটেরিনারি গ্রাজুয়েটদের ঈদ ও পুজা পরবর্তী পূনর্মিলনী অনুষ্টিত ডা. মো. মোস্তাফিজুর রহমান রুবেল, সহকারী সম্পাদক: কৃষিসংবাদডট কম ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট এ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স (ডিভিএম) গ্রাজুয়েটদের ঈদ ও পূজা পরবর্তী পূনর্মিলনী অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় সবাই মিলিত হন।
এই সময় কুশল বিনিময় সহ হাবিপ্রবির ভেটেরিনারি এলামনাস এসোসিয়েশন গঠনের ব্যপারে মতামত গ্রহণ করা হয়, সবার পরামর্শ ক্রমে ডা. পলাশ চন্দ্র কে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়, এলামনাই তে প্রত্যেক ব্যাচ থেকে ২ জন করে প্রতিনিধি এবং শিক্ষকদের উপদেষ্টা হিসেবে রাখার মতামত গৃহীত হয়। এলামনাই এসোশিয়েসন এ শক্তিশালী ফান্ড গঠনের মাধ্যমে বিভিন্ন কল্যানকর কাজ করার চিন্তা করেন উপস্থিত ভেটেরিনারিয়ানরা।
সামনে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন ( বিভিএ) নির্বাচনের জন্য হাবিপ্রবি থেকে ডা. মো. ইফতেখারুল ইসলাম রিয়েল( ২য় ব্যাচ) , ডা. মো. হুসাইন ( ৪র্থ ব্যাচ) ও ডা. মো. রফিকুল ইসলাম রফিক ( ৭ম ব্যাচ) বিভিন্ন পদে প্রার্থী হবেন বলে সিদ্ধান্ত গ্রহণ হয়।
মিটিং শেষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ ( কে আইবি) মহাসচিব খায়রুল আলম প্রিন্স এবং the vet executive এর সভাপতি ড. হাবিবুর রহমান মোল্লার সাথে পৃথক ভাবে মতবিনিময় করেন। এই সময় হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের বিভিন্ন ব্যাচের ভেটেরিনারিয়ানরা উপস্থিত ছিলেন।

 

Exit mobile version