Site icon

নকলায় তুলা বোর্ডের উদ্যোগে তুলা উত্তোলন মাঠ দিবস অনুষ্ঠিত

Tula

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) :

তুলা উত্তোলন মাঠ দিবস

শেরপুরের নকলায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার তুলা উন্নয়ন বোর্ডের আয়জনে এবং সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে সকালে জাঙ্গীরার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় কৃষক মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ খালেদা ইয়াসমীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নকলা সাব কটন ইউনিট অফিসার মো: ইসরাইল হোসেন, মাঠ কর্মকর্তা মো: তোফায়েল আলম ও মো: শহিদুর রহমান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরাতন চাষি আরিফুল জামান রঞ্জু, নজরুল ইসলাম, হাছাদ, আছাদুজ্জামান এবং নতুন চাষি রাকিবুর হাসান সোহেল, পলাশ ও আমছর আলী প্রমুখ। উক্ত মাঠ দিবসে কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ১২ মণ তুলা উৎপাদন হয়েছে। প্রতিমণ তুলা ২ হাজার ২৪০ টাকা করে কিনে নিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। অনুর্বর ও অনাবাদি জমিতে তুলা চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। দিন দিন নকলা উপজেলায় তুলা চাষির সংখ্যা বাড়ছে।

Exit mobile version