তৃতীয় সিলেট চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা দেয়ার আহবান


কৃষি সংবাদ ডেস্কঃ

তৃতীয় সিলেট চলচ্চিত্র ঃসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী মার্চে সিলেট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর। স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৭ সাল থেকে সিলেট চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ইতিমধ্যে দুই আসর আয়োজনে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এই উৎসব। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্র নির্মাতারা প্রতিবছর এই উৎসবে চলচ্চিত্র জমা দিচ্ছেন। বাছাইকৃত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে এই উৎসবে। উৎসবের সাথে সংশ্লিষ্ট হয়েছেন বাংলাদেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক নির্মাতা, লেখক ও সমালোচক। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ৩য় সিলেট চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা দেয়ার আহবান জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। ৫ টি শাখায় চলচ্চিত্র জমা নেয়া শুরু হয়েছে গত ২ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২০ জানুয়ারী পর্যন্ত। চলচ্চিত্র জমাদানের সকল নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানা যাবে উৎসবের ওয়েবসাইটে- https://festival.saufs.org উল্লেখ্য, প্রথম আসরে ৬৫ টি অংশগ্রহণকারী দেশের ২০৫২ টি চলচ্চিত্র থেকে ৭৭ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনদিনব্যপী প্রদর্শিত হয় এবং দ্বিতীয় আসরে ১২২ টি অংশগ্রহণকারী দেশের ২৮০৮ টি চলচ্চিত্র থেকে বাছাইকৃত ৯৭ টি চলচ্চিত্র চারদিনব্যপী প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *