দিনাজপুরের খানসামায় বসছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রসুনের হাট

সর্ববৃহৎ রসুনের হাট

রসুনের বাজার

মোঃ রাসেল ইসলাম, দিনাজপুর থেকে:
দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বসছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট।যতই দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে এই হাটের পরিধি। সপ্তাহে ৪ দিন শুক্রবার, মঙ্গলবার, রবিবার ও বুধবার ফজর থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত চলে এই হাট।কাচিনিয়া বাজার থেকে পাকেরহাট ও দশমাইলের দুটি আঞ্চলিক সড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার ও বিভিন্ন মাঠে বসে এই রসুনের হাট। সরেজমিনে হাটে ঘুরে দেখা যায়, রংপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, জামালপুর,সিলেট,নীলফামারীসহ দেশের প্রায় সব জেলার রসুন ব্যবসায়ীরা রসুন কাচিনিয়া বাজারে কিনতে আসে।
কয়েক জন রসুন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, খানসামার রসুনের মান ভালো হওয়ায় ও কম দামে রসুন পাওয়ায় তারা কাচিনিয়া বাজারে আসেন রসুন কিনতে।স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, কয়েক দশক থেকে খানসামা উপজেলায় রসুনের চাষ করা হচ্ছে। এবং উপজেলায় দিন দিন রসুনের চাষ বাড়ছে।উপজেলার গারপাড়া, গুলিয়ারা, কাচিনিয়া, মারগাঁও,দেউলগাও রামনগরে রসুনের সব চেয়ে বেশি আবাদ হয় বলে জানিয়েছে স্থানীয়রা।গারপাড়া গ্রামের রমেশ রায় নামে একজন রসুন চাষি জানান,প্রতি বিঘা জমিতে রসুন আবাদ করতে খরচ হয় প্রায় ৩৫ হাজার টাকা, আবার প্রতি বিঘা জমি থেকে রসুন বিক্রি হয় ৫০-৯০ হাজার টাকা। বগুড়া থেকে আসা একজন রসুন ব্যবসায়ী মো: আকবর আলী জানান,এবছর রসুনের দাম বেশি তাই বর্তমানে ৮০ কেজি রসুন বস্তা ভেদে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা পযর্ন্ত ক্রয় করা হচ্ছে ।
উপজেলা কৃষি অফিসার মো: এজামুল ক জানান,চলতি মৌসুমে উপজেলায় ৮৫২ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও ৭৪০ হেক্টরের বেশি জমিতে রসুনের চাষ করা হয়েছে।প্রতি হেক্টর জমিতে ৮-৯ মে.টন উৎপাদন হবে। চাষিরা এ বছর আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করায় রসুনের বাম্পার ফলন হয়েছে।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *