ধান গাছের রোগবালাই দমনে নয়া প্রজাতির ব্যাকটেরিয়া সনাক্ত বাংলাদেশি বিজ্ঞানীর

ধান গাছের রোগবালাই দমন এবং গাছের সুঠাম বৃদ্ধির নয়া নভেল প্রজাতির উপকারী আন্তঃকোষীয় ব্যাকটেরিয়া সনাক্তকরণ ও নামকরণ করা হয়েছে। নয়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার নাম বেসিলাস অরাইজিকোলা যা আন্তর্জাতিক জার্নাল প্ল্যান্ট RiceDiseasesপ্যাথলজিতে প্রকাশি
ত হয়েছে।
গ্রাম পজিটিভ বেসিলাস প্রজাতির ২৯৯টি ব্যাকটেরিয়ার মধ্যে মাত্র ৩০টি নভেল প্রজাতি। ৩১তম নয়া নভেল প্রজাতি হিসেবে জ্ঞান বিজ্ঞানের শাখায় এটি যাত্রা শুরু করল যা রোগ প্রতিরোধী উপকারী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে আসছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানি ড. মো. তোফাজ্জল হোসেন গিয়াংসেং জাতীয় বিশ্ববিদ্যালয় কোরিয়াতে গবেষণাকালে উক্ত ব্যাকটেরিয়া সনাক্ত করেন। ২৫০টি আন্তঃকোষীয় ব্যাকটেরিয়ার মধ্যে দুইটি স্ট্রেনকে বেসিলাস অরাইজিকোলা হিসেবে নামকরণ করা হয়।

ড. তোফাজ্জল হোসেন জানান, ধানের প্রধান তিনটি রোগ ব্যাকটেরিয়াল ব্লাইট, পেনিকেল ব্লাইট ও অস্বাভাবিক বৃদ্ধির বাকানি নামক রোগ দমনে নয়া প্রজাতির ব্যাকটেরিয়াটি সফলভাবে কাজ করেছে। উক্ত ব্যাকটেরিয়া দিয়ে দেশীয় আবহাওয়ায় উদ্ভিদ রোগজীবাণুর বিরুদ্ধে কাজ করা যাবে বলে এই বিজ্ঞানি জানান।এই আবিষ্কার ধানের রোগ প্রতিরোধে নতুন দিগন্তের উন্মেষ ঘটাবে বলে আশাবাদ বিশেষজ্ঞ মহলে।ইত্তেফাক।।

কৃষির আরো খবর জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃকৃষিসংবাদ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *