Site icon

নওগার কৃষি তথ্য পাঠাগারের উদ্যোগে কৃষকদের মাঝে সুগন্ধি ফুলের চারা বিতরণ

কৃষি সংবাদ ডেkrishi news photoস্কঃ

সুগন্ধি ফুলের চারা –
নওগাঁ মান্দা উপজেলার কালিগ্রামে শাহ্ কৃষি পাঠাগারের পক্ষ থেকে গ্রামের কৃষকের মধ্যে সুগন্ধি ফুলের চারা বিতরণ করা হয়। পাঠাগার থেকে ফুলের চারা বিতরণ অনুষ্টানে ৪০০টি পরিবারকে একটি করে ফুলের চারা বিনামূল্যে দেওয়া হয়।
গ্রামটিকে সুগন্ধে ভরিয়ে দেওয়ার লক্ষে পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্ এই উদ্যোগ গ্রহন করেন। তাঁর সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকের প্রাপ্ত অর্থ দিয়েই বিতরণের জন্য সকল ফুলের গাছ কেনা হয়। হাঁসনাহেনা, গন্ধরাজ এবং কামিনি ফুলের চারা বিতরণ করা হয়।
গাছ বিতরণ আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল রহমান খান। তিন বলেন, প্রযুক্তির উন্নয়নেই আধুনিক কৃষির উন্নয়ন ঘটেছে। তিনি আরো মনে করেন এমন একদিন আসবে বিজ্ঞানী এবং কৃষকদের সফলতার কারণে কেবলমাত্র একটি চাল রান্না করেই পরিবারের সকলে কেটে কেটে খাওয়া সম্ভব হতে পারে। ফুলের চারা পেয়ে কৃষক মাহবুব বলেন, গাছ গুলোন আমরা পেয়ে খুবই খুশি এবং সবাই এই গাছ গুলো ভালো ভাবে সংরক্ষন এবং পরিচর্যা করব তাহলেই ফুলের সুগন্ধে ভরে যাবে সারা গ্রাম।
উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর প্রামানিক। তিনি বলেন, কৃষি পাঠাগারের কার্যক্রম সারা দেশের কৃষক জাতির কাছে ওয়েব সাইটের মাধ্যমে দ্রুত পৌছে যাচ্ছে। যার ফলে প্রতিষ্ঠানটি কৃষকদের উন্নয়নের ভূমিকা রাখছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাহ্ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ্।

Exit mobile version