Site icon

নকলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বৃক্ষরোপন কর্মসূচি

বৃক্ষরোপন কর্মসূচি

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

বৃক্ষরোপন কর্মসূচি ঃ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ -এ শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বন বিভাগের সহযোগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্তরে এ বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা পরিষদের ভাইস মোহাম্মদ চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, এলাকার গণ্যমান্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, গাছের চারা রোপণ করে সঠিক যতেœর মাধ্যমে বড় করে তুলতে পারলে জনগণ এ গাছের সুফল ভোগ করতে পারবেন। ফলে একদিকে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য সফল হবে, অন্যদিকে এসকল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

নকলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নকলা উপজেলার নকলা পৌরসভাধীন পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে নকলা অসহায় সহায়তা সংস্থা (নঅসস) নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদ্রাসা মাঠে সংগঠনটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।

এসময় পশ্চিম জালালপুর আহলে হাদিস জামে মসজিদের কোষাধ্যক্ষ শাহজাহান আলী, উক্ত মসজিদ ও মাদরাসার জমিদাতা মোজাম্মেল হক, স্থানীয় মসজিদের ইমাম ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদরাসার শিক্ষক হাফেজ ক্বারী রমজান আলী, মোতালেব হোসেন ফালাইন্যা, স্বেচ্ছাসেবক মাশিকুর রহমান মিশা, সৈনিক, সিরাজুল ইসলামসহ অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া একই দিন পৌরসভার চরকৈয়া ফোরকানিয়া মাদরাসার ৩২ শিক্ষার্থীর মাঝেও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

Exit mobile version