Site icon

নকলায় কম্বাইন হারভেস্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ মোশারফ হোসেন, শেরপুর থেকেঃ

শেরপুরের নকলায় কম্বাইন হারভেস্টার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার কৃষকদের নিয়ে গৌড়দ্বার ইউপি পরিবার কল্যান কেন্দ্রের সামনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মোঃ ইসমাইল হোসেনের ধান কাটারর মাধ্যমে ওই কম্বাইন হারভেস্টার প্রদর্শন করা হয়।

উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপ-প্রধান দ্বীপক কুমার সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, প্রকল্প পরিচালক শেখ মোঃ নাজিম উদ্দিন, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন খাঁন দুলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন।  ওই মাঠ দিবসে বক্তারা কম্বাইন হারভেস্টার ব্যবহারের কলাকৌশল ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর। এতে স্থানীয় ৩ শতাধিক কৃষক-কৃষানীসহ বিভিন্ন নেতা কর্মী ও নানা পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version