নকলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবকরা

নকলায় কৃষকের ধান

নকলায় কৃষকের ধান

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

নকলায় কৃষকের ধান : শেরপুরের নকলায় জেলা পুলিশের উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি শুরু করেছেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবক সদস্যরা। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের দরিদ্র কৃষক আবু রায়হানের পাকা বোরো ধান নিজহাতে কাটার মাধ্যমে এ মহতি কাজের উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, জেলা-উপজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, উরফা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. ফিরুজ মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এলাকার গন্যমান্যসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির অংশ হিসেবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে প্রথমে উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের দরিদ্র কৃষক আবু রায়হানের ৬৫ শতক জমির পাকা বোরো ধান ও নকলা ইউনিয়নের মধ্য নকলা এলাকার কৃষক আশ্রাফ উদ্দিনের ৪৫ শতক জমির পাকা বোরো ধান কেটে দেওয়া হয়। বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবক সদস্যদের মহতি এ কাজে অনেক দরিদ্র কৃষক উপকৃত হচ্ছেন। অন্যদিকে জেলা পুলিশের উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা শেরপুর সদর উপজেলা বাজিতখিলা ইউনিয়নের বালিয়া গ্রামের দরিদ্র কৃষক ছামেদুল হকের ৪০ শতক জমির ধান কেটে দেওয়া হয়। ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিভিন্ন তথ্যে জানা গেছে।

জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক সোয়েব আহাম্মেদ শাকিল জানান, দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ অতীতের ধারাবাহিকতায় এবারও অসহায় দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের পরামর্শে আমরা শেরপুর জেলা ছাত্রলীগ শহর থেকে গ্রাম পর্যন্ত স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে পুলিশের সাথে করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ায় কৃষকের মুখে হাসি দেখে তারাও খুব খুশি বলে জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। চলতি বোরো মৌসুমে চলমান সংকট কালীন সময়ে কৃষকদের মাঠের ধান ঘরে তুরে দিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছন। এ কর্মসূচি ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে অনেক জানান তারা।

এবিষয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, চলমান নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রকোপে সারাদেশ এখন প্রায় স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান পাকতে শুরু করেছে। কিন্তু লকডাউনের কারণে শ্রমিক সংকট থাকায় দরিদ্র অনেক কৃষক তাদের ধান কাটতে পারছেন না। তাই জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দরিদ্র কৃষকদের বোরো ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোন দরিদ্র অসহায় কৃষক তার ধান কাটার জন্য শ্রমিক বা আর্থিক সংকটে পড়লে এবং তা পুলিশ বিভাগে জানালে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাদের ধান কেটে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নিজের ধান কাটার সামর্থ থাকলে তাদেরকে কোন প্রকার চালাকির আশ্রয় না নিতে পুলিশ বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। দেশে চলমান এ ক্রান্তিকালে প্রকৃতপক্ষে দরিদ্র অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ জানান তাঁরা।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *