নকলায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রী কর্তৃক সোলার ফাঁদ বিতরণ

কৃষিপণ্য উৎপাদন

মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:

কৃষিপণ্য উৎপাদন ঃ শেরপুরের নকলায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের অর্থায়নে সোলার ফাদ বিতরণ করা হয়েছে। একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের জন্য একটি করে মোট ১০টি সোলার ফাদ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোলার ফাদ বিতরণ উপলক্ষে ৩ এপ্রিল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ওইসব সোলার ফাঁদ বিতরণ অনুষ্ঠান করা হয়।

এ সময়ে অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার (এইউএও) কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) নাজমুর হক, এসএএও মশিউর রহমান, এসএএও আশরাফুল আলম, এসএএও রেজাউল করিম, এসএএও আনোয়ার হোসেন, এসএএও আলতাব আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *