মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ঃ শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি ব্যাচে ৩০জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদ উল্লাহ, শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, এ প্রকল্পের আওতায় চলতি মৌসুমে নকলা উপজেলায় ৩টি ব্যাচে ৩০ করে ৯০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হলো। এর আগে বুধবার দুটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বাকী ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হল।