Site icon

নকলায় ব্রিধান-২৮ এর নমুনা শস্য কর্তন ও ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস
মোঃ মোশারফ হোসেন, নকলা থেকে:

ভূট্টা প্রদর্শনীর মাঠ দিবস

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন শেরপুরের নকলায় কৃষি অফিসের আয়োজনে ব্রিধান-২৮ এর নমুনা শস্য কর্তন ও রাজস্ব বাজেটের আওতায় বাস্তবায়িত ভূট্টা প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে টালকী ইউনিয়নের টালকী ব্লকের পূর্ব টালকী এলাকায় কৃষক মোঃ গাজী মিয়ার ড্রাম সিডারের মাধ্যমে বপন করা ব্রিধান-২৮ কর্তন ও পাইসকা এলাকায় ভূট্টা প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর। এতে প্রধান অতিথি শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ অন্যান্যদের মধ্যে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতিকুর রহমান, স্থানীয় দুইশতাধিক কৃষক-কৃষাণী, বিভিন্ন নেতাকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ড্রাম সিডারের মাধ্যমে বপন করা ব্রিধান-২৮ কর্তন শেষে শুকানোর পরে শেষ বিকালে ওজন দিয়ে হেক্টর প্রতি ৬.২ মেট্রিকটন ফলন পাওয়া যায়।

নকলায় বানেশ্বরদী ইউনিয়নের খসড়া বাজেট ঘোষণা
শেরপুরের নকলা উপজেলাধীন ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে। ২৪ এপ্রিল মঙ্গলবার ইউপি. চত্ত্বরে আয়োজিত খসড়া বাজেট ঘোষণা অনুষ্ঠানে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সফল ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত সভাপতিত্ব করেন। ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি শেরপুরের ডিস্ট্রিক্ট ফ্যসিলেটর মোঃ আব্দুর রহিম।

অবসরপ্রাপ্ত ইউ.পি সচিব আবুল কাশেমের সার্বিক সহযোগিতায় অত্র ইউ.পি’র সচিব মোঃ আজিজুল ইসলাম ১ কোটি ২ লাখ ১২ হাজার ৬০০ টাকার সম্ভাব্য আয় দেখিয়ে এবং ৩৭ হাজার ৩০০ টাকা উদ্বৃত্ত রেখে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে ১ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্ভাব্য ব্যয় দেখিয়ে খসড়া বাজেট পাঠ করে শোনান। এ বাজেট ঘোষণার পাশাপাশি চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৯৫ লাখ ৫০০ টাকার প্রকৃত আয়-ব্যয়ের বিবরণী উপস্থিতিদের পাঠ করে শুনানো হয়।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার আখতারুজ্জামান, বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর সম্পাদক এ.এস.এম.বি করিম শাহজাহান, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ফিরোজ, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলু, বানেশ্বরদী ইউ.পি’র সব সদস্য ও গ্রাম পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও সহস্রাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাজেটটিকে জনস্বার্থে ও সেবামূখী করতে প্রতিটি ওয়ার্ড হতে একজন করে মহিলা ও পুরুষের মতামত নেওয়া হয়। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সংস্কৃতি ও ক্রীড়াসহ বেশ কয়েকটি বিষয়কে বাজেটে অন্তর্ভূক্ত করতে আবেদন করাসহ পূর্ববর্তী বাজেটের আয়-ব্যয়ের জন্য ইউ.পি চেয়ারম্যান, ইউ.পি সদস্য ও বাজেট প্রেরণে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে অনুষ্ঠানের সভাপতি ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত বক্তাদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত বাজেটে গুরুত্বপূর্ণ বিষয়াবলী অন্তর্ভূক্ত করার আশ্বাস দেন। তাছাড়া উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে দেশের সকল উন্নয়ন মূলক কাজে সার্বিক সহযোগিতা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আওয়ামী লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে বঙ্গবন্ধুর মেয়ে মানষ কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও নকলা-নালিতাবাড়ীর রাজনৈতিক অভিভাবক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। খসড়া বাজেট ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শরীফ হোসেন।

 

Exit mobile version