নকলায় বিএডিসি ভবনের ছাদে বিদেশী ফলের সমাহার

বিদেশী ফলের সমাহার

বিদেশী ফলের সমাহার

মো. মোশারফ হোসেন, শেরপুর প্রতিনিধি:

বিদেশী ফলের সমাহার ঃ শেরপুরের নকলায় বিএডিসি আলু হিমাগারের দ্বিতল ভবনের ছাদে দেশী-বিদেশী বিভিন্ন ফলের গাছে অসংখ্য ঝুলন্ত ফলের সমাহার সবার নজর কেড়েছে। চাকুরির ফাঁকে সংসার গুছিয়ে যে সময়টুকু বিশ্রামে থাকার কথা, সে সময়টুকু নিজের অফিস ভবনের ছাদে ও অফিস ভবনের বাউন্ডারির ভিতরের পতিত জমিতে দেশী-বিদেশী ফুল, ফল, সবজি ও ঔষধী গাছের বাগান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। তাঁর দেখাদেখি উপজেলার প্রায় সকল বাসা বাড়ির ছাদে ফুল, ফল, সবজি ও ঔষধী গাছের বাগান গড়ে তুলেছেন ভবন মালিকরা।


এরই মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও বাসভবনের ছাদে মিশ্র বাগান করা হয়েছে, আবার কেউ কেউ ছাদ বাগানের কাজ শুরু করেছেন। নকলা পৌরসভা ভবনের ছাদে বিশাল বাগান গড়ে উঠেছে, গড়ে উঠেছে এনজিও ব্র্যাক ও আশা অফিস ভবনের ছাদেও। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ভবন, উপজেলা পরিষদ ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারের অফিস ভবন এবং থানা ভবনসহ উপজেলার সকল সরকারি বেসরকারি অফিসের ছাদে বাগান করার কাজ শুরু হয়েছে।


সম্প্রতি বিএডিসি আলু হিমাগারের ছাদ বাগান ঘুরে দেখার সুযোগ হয়। বাগান নির্মাতা নকলা বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম ও উপসহকারি পরিচালক মো. মিজানুর রহমান একটি একটি করে সকল গাছ ঘুরে দেখান। কি নেই নকলা বিএডিসি আলু হিমাগারের ছাদ বাগানে! দেশি বিদেশী ফুল-ফল, শাক-সবজি, সৌন্দর্য্য বর্ধক পাতাবাহার ও বিভিন্ন ঔষধি গাছ থেকে শুরু করে অসংখ্য জাতের গাছে সমৃদ্ধ ওই বাগানটি। দেখলে যে কোনো প্রকৃতি প্রেমীই আকৃষ্ট হবেন, এতে কারো কোন সন্দেহ থাকার কথা নহে। দূরে বা নিচে থেকে যেকেউ নকলা বিএডিসি আলু হিমাগারের ছাদ বাগান দেখেলে, আকৃষ্ট হবেন; ওই বাগানে ঘুরে কিছুক্ষণ সতেজ বাতাস নিজের শরীরে লাগাতে চাইবেন।


সরজমিনে দেখা যায়, কোন রাসায়নিক পদার্থ ছাড়া শুধু মাত্র মাটি ও জৈব সার প্রয়োগ করে বিভিন্ন সাইজের ড্রাম ও টপে ওই সব গাছ রোপন করা হয়েছে। গাছগুলোর মধ্যে- কিউজাই, কেশওয়াই, বানানা, সিন্দুরী, আশ্বীনী, আম্রপালী, ফজলী ও বারমাসী আমসহ দেশি বিদেশী বিভিন্ন প্রজাতির আম; আছে বারি মালটা-১, চায়না কমলা, বারি আম-৪, থাই পেয়ারাসহ দেশি-বিদেশী পেয়ারা ও লেবু, খেজুর পাম, হাইব্রিড আমড়া, ভিয়েতনামী নারিকেল, চায়না লিচু-৩, উচ্চ ফলনশীল লটকন, বেদেনা, সফেদা, এ্যাভোকাডো, ড্রাগন, ডালিম, জাম্বুরা, আমলকী, কদবেল, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির আরও অনেক ধরনের ফল গাছ। ফুলের মধ্যে রয়েছে দেশী ও হাইব্রিড জাতের গোলাপ, রংগন, টগর, নানা প্রজাতির ক্যাকটাস, বেলী, রজনী গন্ধা, হাসনা হেনা ও রঙ্গন। ঔষধি গাছের মধ্যে অ্যালোভেরা, পাথরকুচি, ঘৃতকুমারী, তুলসী, বাসক, পুদিনা ও থানকুনী উল্লেখযোগ্য। সৌন্দর্য্য বর্ধনে আছে ঝাউ, দেবদারু ও আকাশমণি, দেশি-বিদেশী বাহারী পাতাসহ সৌন্দর্য্য বর্ধক বিভিন্ন জাতের গাছ। তাছাড়া সবজির মধ্যে বেগুন, টমেটো, মরিচ, লাউ, কুমড়ো, পুঁই শাক, লাল শাক, কলমী শাক, সিম, দনিয়া, পুদিনা, তেজপাতা ঢেঁড়শসহ আরও অনেক ধরনের মৌসুমী শাক-সবজি নিয়মিত চাষ করা হয় বলে বিএডিসি কর্মকর্তারা জানান।


ইউসুফ আলী মন্ডল, জিয়াউল হক জুয়েল, শফিউল আলম লাভলু, মোশারফ হোসাইনসহ এ বাগান ঘুরে দেখেছেন এমন অনেকের সাথে কথা হলে তারা বলেন, নকলা বিএডিসি আলু হিমাগারের ছাদ বাগানের ফুল-ফলের মৌ মৌ গন্ধে আর সতেজ বাতাসে মুহূর্তেই যে কারো চোখ ও মন জুড়িয়ে আসবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রাম ও টবে গাছ লাগালে ভবনের কোনো ধরনের ক্ষতি হয় না বলে জানান নির্মাণ প্রকৌশলীরা।


উপসহকারি পরিচালক মো. মিজানুর রহমান জানান, যে জমি টুকুতে ভবন নির্মাণ করা হয়, ওই ভবনের ছাদে সবাই বাগান গড়ে তুললে, এক জমিতেই বাসা বা অফিস এবং বাগান হয়ে যায়। এতে জমির দুই স্তরে ব্যবহার হয়। ছাদ বাগান বাড়াতে পারলে জমির সুষ্ঠু ব্যবহারে পারিবারিক আয় বৃদ্ধি পাবে। তাছাড়া বাগানের পরিচর্চায় শরীর ও মন সুস্থ থাকার পাশাপাশি পরিবেশ হবে সুন্দর এবং বেঁচে যাবে টাকাও, মিলবে নিরাপদ শাক-সবজি ও ফল। তাদের গড়া ছাদ বাগান দেখে এলাকার অন্যান্যরা ছাদ বাগান করতে আকৃষ্ট হচ্ছেন বলে তিনি জানান।
এ বিষয়ে নকলা বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম জানান, বিএডিসি জামাল্পুরের উপপরিচালক (বীজ বিপনন) কৃষিবিদ মো. রিয়াজুল ইসলামের পরামর্শে ছাদ বাগান করার পরিকল্পনা হাতে নেন এবং তা বাস্তবায়ন করেন। তাঁর পরামর্শেই এ ছাদ বাগানটাকে আরো সম্প্রসারণ করাসহ সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম। কৃষিবিদ মো. রফিকুল ইসলাম আরো বলেন, ছাদ বাগান শুধু সৌন্দর্যই বাড়ায় না। বর্তমানে এমন ছাদ বাগান নিরাপদ ফল, শাক-সবজি ও ঔষধী গাছের যোগানের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। যেকোন বাড়ির ছাদ বাগান থেকে পরিবারের শাক-সবজি ও ফলের চাহিদা মেটানো সম্ভব। তিনি আরও বলেন, গাছের পরিচর্যার ব্যাপারে বলেন, চাকরির ফাঁকে বা অবসরের অধিকাংশ সময় তিনি এ বাগানেই কাটান। বাগানের প্রতিটি গাছকে তিনি নিজের মতো করে যত্ন করেন।


বাগানে কাজ করায় মনে যেমন তৃপ্তি পাওয়া যায় তেমনি ব্যায়ামের পাশাপাশি পরিবেশ রক্ষা হচ্ছে, কম হলেও বাঁচছে টাকা, মিলছে নিরপদ শাক-সবজি ও ফল। এসব বিবেচনায় দেশের সকল ভবনের ছাদে আস্তে আস্তে বাগান গড়ে উঠবে বলে আশা করছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ ও কৃষিবিদরা।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *