মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
বিনা সরিষা-১০ : শেরপুর জেলার নকলা উপজেলায় রবি/২০১৮-১৯ মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিনা সরিষা-১০ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে বাছুরআলগা এলাকার প্রদর্শনী চাষী সারোয়ার হোসেন খোকার বাড়ীর আঙ্গীনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলার বাছুরআলগা ব্লকে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আজাদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মশিউর রহমান ও স্থানীয় কৃষক কৃষাণীরা বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস তার বক্তব্য সূত্রে জানা গেছে, বিনা সরিষা-১০ এর মাড়াই শেষে শুকনা অবস্থায় ৫০ শতাংশ জমিতে ১০ মন ফলন পাওয়া গেছে।
করিমগঞ্জে মসলা চাষ প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় রবি/২০১৮-১৯ মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় মসলা (রসুন) চাষ প্রযুক্তি প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমিতি বাজার এলাকার কৃষক আনাস মিয়ার বাড়ীর আঙ্গীনায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার কিরাটন ব্লকে অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. হাবিবুর রহমান ও স্থানীয় কৃষক কৃষাণীরা বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন এলাকার দুইশতাধিক কৃষক-কৃষাণী ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ধন্যবাদ