Site icon

নকলায় মাঠ দিবস অনুষ্ঠিত ও সিআইজিতে কোকুন বিতরণ

নকলায় মাঠ দিবস

মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলায় মাঠ দিবস ঃ শেরপুরের নকলায় ২০১৮-১৯ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেজ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৪টি সিআইজি সমিতিতে বোরো ধানবীজ সংরক্ষণের জন্য ১,০০০ কেজি ধারন ক্ষমতা সম্পন্ন ৪টি কোকুন বিতরণ করা হয়েছে।

১০ এপ্রিল বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সিআইজি সমিতির সভাপতিদের হাতে ওইসব কোকুন তুলে দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এসময় অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোকসানা নাসরিনসহ অন্যান্য কৃষি কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত সিআইজি সমিতির সভাপতি, সাধারন সম্পাদক ও অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, সিআইজি সমিতির সদস্যরা এই কোকুনে তাদের উৎপাদিত বীজ সংরক্ষণ করতে পারবেন। ফলে আগামী মৌসুমে তাদের বীজ ক্রয় বাবদ টাকা খরচ করতে হবে না। ফলে এক দিকে বাঁচবে টাকা, অন্যদিকে নিজেদের উৎপাদিত ভালো বীজে ভালো ফলন পাবেন তারা।

নকলায় শিক্ষার্থীরা নেচেগেয়ে উপহার পেল গাছ

শেরপুরের নকলায় ভূট্টা প্রদর্শনীর এক মাঠ দিবসে নেচে গেয়ে বিভিন্ন ফলের গাছ উপহার পেয়েছে শিশু শিক্ষার্থী শিল্পীরা। ১০ এপ্রিল বুধবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিতিদের সামনে কৃষি বিষয়ক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সম্বলিত গানের সাথে নাচ পরিবেশন করায় তাদের হাতে অতিথিবৃন্দ এই ব্যতিক্রমী উপহার তুলে দেন।

এসময় খামার বাড়ী শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (এডিডি ক্রপ) কৃষিবিদ মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. গোলাম রাব্বানী, উপসহকারী কৃষি অফিসার মো. আলতাফ হোসেন ও মোতাছিম বিল্লাহসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version