নকলায় সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন

কৃষক নির্বাচন

কৃষক নির্বাচন

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

কৃষক নির্বাচন ঃ সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় সরকারের নির্ধারিত মুল্যে সরাসরি কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন বোরো ধান ক্রয়ের নিমিত্তে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার এক হাজার ২২১ জন কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ মে শনিবার দুপুরের দিকে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় নকলা উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এর সভাপতিত্বে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্ধারিত মুল্য প্রতি কেজি ২৬ টাকা তথা প্রতিমণ ধান এক হাজার ৪০ টাকা করে নির্বাচিত এক হাজার ২২১ কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয় করা হবে। এতে প্রতি কৃষক সর্বোচ্চ ২ মেট্রিকটন বা ৫০ মণ বোরো ধান সরকারের কাছে প্রতিমণ এক হাজার ৪০ টাকা করে বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান, এ বছর সরকারি মূল্যে বোরো ধান ক্রয়ের ঘোষণা ও আবেদন আহবানের পরে, আবেদন জমার নির্ধারিত দিন তারিখের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৬ হাজার ৯৯৭ জন কৃষক সরকারের কাছে সরকারের নির্ধারিত মূল্যে বোরো ধান বিক্রি করার নিমিত্তে আবেদন জমা করেন। শনিবার দুপুরের দিকে এসকল আবেদন থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে এক হাজার ২২১ জন কৃষক নির্বাচন করা হয়। নির্ধারিত তারিখ হতে নির্বাচিত এসকল কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে বলে খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান জানান। ব্ব

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *