সুষম সার উদ্বুদ্ধকরণ
মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:
সুষম সার উদ্বুদ্ধকরণ : শেরপুরের নকলা উপজেলায় ‘কানাডিয়ান পটাশ, কৃষকরে বন্ধু, ফসলের বন্ধু’ এ শ্লোগানকে ধারন করে ধানী গোল্ড- হাইব্রীড জাতের আমন ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের কবুতরমারী ব্লকের কবুতরমারী গ্রামের ক্যানপোটেক্স লিমিটেড কানাডার অর্থায়নে; ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড এর বাস্তবায়নে; এসআরডিআই, ডিএই ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায়, নকলা উপজেলা কৃষি অফিসর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ক্যানপোটেক্স লিমিটেড, কানাডা ও ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন সুষম সার উদ্বুদ্ধকরণ প্রকল্পের এ মাঠ দিবসে সভাতিত্ব করেন, শেরপুর খামার বাড়ীর উপপরিচালক আলহাজ্ব কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী, ঢাকার অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ কাজী সাইফুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তৈয়বুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বানেশ্বরদী ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার মো. তারিকুল ইসলাম ও বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসান প্রমুখ। এসময় স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।