Site icon

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কাজী নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

 

 

বাকৃবি প্রতিনিধি

নজরুলের জন্মজয়ন্তী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কোটেশন উন্মেচন ও মনীষী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সন্ধ্যা ৬ টার দিকে কোটেশন উন্মেচন করেন বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

কোটেশন উন্মোচন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক রয়া ত্রিপুরা, চারণ সংগঠক মাগফুরা জেরিন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব রিয়াদ হাসান শাওন।

এরপর চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Exit mobile version