নতুন আঙ্গিকে বিএলএস কর্তৃক বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২০ পালিত

বিশ্ব ভেটেরিনারি দিবস

কৃষি সংবাদ ডেস্কঃ
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির উদ্যোগে ২৫ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২০ ভিডিও protection for improving animal and human health (প্রাণি ও মানব স্বাস্থ্যের উন্নতির জন্য পরিবেশ সংরক্ষণ)।”
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব আজ চরম বিপর্যয়ে নিমজ্জিত এমনি পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায়কল্পে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে লাইভ এই অনুষ্ঠানে শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও পাবলিক হেল্থ বিভাগের চেয়ারম্যান-স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম, চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. মো: মুকতার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের, বাংলাদেশ এর পরিচালক প্রশাসন ডা: শেখ আজিজুর রহমান, বাংলাদেশ লাভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মো: হেমায়েতুল ইসলাম এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ মতামত প্রদান করেন যে, বিশ্বের এ ক্রান্তিলগ্নে দিবসের প্রতিপাদ্যকে মূল্যায়ন করে এর অন্তর্নিহিত উদ্দেশ্যকে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী।

বিশেষজ্ঞগণ বলেন যে, প্রাণিকে যদি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় তবেই তারা মানব জাতির জন্য নিরাপদ ও সকল পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের যোগান দিতে সক্ষম হবে। তাই প্রারম্ভিক পরিকল্পনাই হওয়া উচিত প্রাণির জন্য নিরাপদ ও পর্যাপ্ত খাদ্যের নিশ্চয়তা কেন্দ্রিক। বর্তমান পরিস্থিতিতে প্রাণিজ প্রোটিন সরবরাহকারী দ্রব্য তথা দুধ, ডিম ও মাংস উৎপাদনে যারা প্রত্যক্ষ ভূমিকা রেখে চলেছে তাদের সমস্যা সমুহ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তার যৌক্তিক সমাধানে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে তাদেরকে টিকিয়ে রাখার জন্য একদিকে যেমন প্রনোদোনা প্রদান করা উচিত অপরপক্ষে তাদের উৎপাদিত পন্যের ন্যয়সংগত মূল্য, নিরবিচ্ছিন ও স্বাচ্ছন্দে বাজারজাত করণ নিশ্চিত করাও আবশ্যক। এমতাবস্থায় আলোচকবৃন্দ ত্রাণের সাথে দুধ ডিম ও মাংস যুক্ত করার পাশাপাশি প্রাণিজ আমিষের ভান্ডার এ সকল পন্যের প্রতি ভোক্তাদের আকৃষ্ট করতে তথ্যসমৃদ্ধ সচেনতানতামূলক ব্যপক প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন এতে একদিকে যেমন পর্যাপ্ত নিরাপদ আমিষ গ্রহণ করে সুস্থ, সবল ও অধিক রোগ প্রতিরোধক্ষম মানব দেহের আধিক্য বৃদ্ধি পাবে অপরপক্ষে এ সকল পন্য যোগানের মূল ত্রাতা তথা খামারিগণ পাবে তাদের সঠিক প্রতিদান।

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *