শূন্য পদ থাকা সত্ত্বে ও SRDI তে কৃষিবিদদের নিয়োগ দেওয়া হচ্ছে না:ব্যাহত হচ্ছে কৃষক সেবা কার্যক্রম

নন-ক্যাডার বৈজ্ঞানিক কর্মকর্তার শূন্য পদ থাকা সত্ত্বেও

 কৃষিসংবাদ ডেস্কঃ

 

কৃষি মন্ত্রণালয় অধীন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে বেশ কিছু দিন ধরে  অনেক গুলো নন-ক্যাডার বৈজ্ঞানিক কর্মকর্তার শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ না দেওয়ার ফলে  ইনস্টিটিউটের গবেষণাগার শাখায় কাজ কর্মে স্থবিরতা পরিলিক্ষিত হচ্ছে । জানা যায়, অত্র প্রতিষ্ঠানের গবেষণাগার শাখা গুলো থেকে কৃষকের মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করে সার সুপারিশ দিয়ে থাকে । এতে সারের যেমন অপচয় রোধ হয় তেমনি পরিমিত মাত্রায় সার প্রয়োগের ফলে অধিক ফলানো সম্ভব হয় । কিন্তু দীর্ঘদিন ধরে গবেষণাগার গুলোতে এক চতুর্থাংশ নন-ক্যাডার ‘বৈজ্ঞানিক কর্মকর্তার’ পদ শূন্য আছে বলে কৃষক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ।

এ ব্যাপারে পিএসসি থেকে ৩৬ তম বিসিএস এ নন-ক্যাডার পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানের কাছে তথ্য চাওয়া হলেও প্রতিষ্ঠানের পরিচালক, শূন্য পদ সংক্রান্ত তথ্য প্রদান করছেন না বলে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন । ফলে ৩৬তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে ।

এ বিষয়ে কর্মরত  নন-ক্যাডার কর্মকর্তাদের মাঝে অসন্তোষ বিরাজ করছে । ইতোমধ্যে নন-ক্যাডার কর্মকর্তা কল্যান সমিতির পক্ষ থেকে নিয়োগ দানের জন্য ব্যানার টানানো হয়েছে । তাঁরা দফায় দফায় পরিচালকের সাথে সাক্ষাত করলেও  বিষয়টি ঝুলে আছে বলে সূত্র জানায়  । এর ফলে একদিকে যেমন বেকার কৃষিবিদদের কর্মসংস্থানের পথ বাধাগ্রস্থ হচ্ছে অন্যদিকে বর্তমান কৃষি বান্ধব সরকারের্ কৃষি উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *