![নবনিযুক্ত ডীনদের সংবর্ধনা](https://www.krishisongbad.com/wp-content/uploads/2018/08/9.8.18-BAU.jpg)
কৃষি সংবাদ ডেস্কঃ
নবনিযুক্ত ডীনদের সংবর্ধনা
নবনিযুক্ত ডীনদের সংবর্ধনা ঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে ০৮ আগস্ট ২০১৮ বুধবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে বিদায়ী ডীন প্রফেসর মো: আব্দুল কুদ্দুছ এবং নবুনিযুক্ত ডীন প্রফেসর ড. মো: জহির উদ্দিন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বিদায়ী ও নবনিযুক্ত ডীনদের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠান কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ ফেরদৌস মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলরর্ প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান।
প্রফেসর ড. মো: আবদুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক,আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।