শেকৃবিতে স্বপ্নসিঁড়ি’র ২০১৭ সালের এনিম্যাল সাইন্স অনুষদের নতুন কমিটি গঠন ও নবীন বরণ অনুষ্ঠিত

নবীন বরণ অনুষ্ঠিত

SAU-News

শেকৃবি প্রতিনিধিঃ

 

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) একমাত্র একাডেমিক এবং ক্যারিয়ার ভিত্তিক সংগঠন স্বপ্নসিঁড়ি’র ২০১৭ সালের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এএসভিএম) নতুন কমিটি গঠিত হয়েছে এবং সেই সঙ্গে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে অানুষ্ঠানিক ভাবে নব গঠিত কমিটি ঘোষণা করা হয়। আব্দুর রহমান রাফিকে সভাপতি এবং রুপ কুমারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি আগামী ১(এক) বছরের জন্য বহাল থাকবে বলে উল্লেখ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন অাহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সেকেন্দার অালী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আনোয়ারা বেগম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির চীফ মডারেটর ও এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন অধ্যাপক নূর মো. রহমতউল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক মো. আরিফ হোসাইন, বিসিএস ওরাকল ফার্মগগেট শাখার পরিচালক মোঃ রফিকুল ইসলাম, স্বপ্নসিঁড়ি’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, বর্তমান সভাপতি মোঃ সজিব হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ওমর নাসিফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মী সদস্যবৃন্দ, সেই সাথে ক্যাম্পাসের নবীন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। শুরুতেই সংগঠনটি নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষা সামগ্রী খাতা ও কলম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বিসিএস ওরাকল, ফার্মগেট শাখা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ নব গঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার ভিত্তিক কাজ করার জন্য স্বপ্নসিঁড়ি’র ভূয়ষী প্রশংসা করেন। তিনি নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। অন্যান্য শিক্ষকগণ নানা জ্ঞানমূলক ও নির্দেশনামূলক কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *