নালিতাবাড়ীতে ৯৫০ কৃষকের মাঝে আউশ প্রণোদনার বীজ সার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার উফশী জাতের বীজ ও ২ প্রকার রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২১-২০২২ অর্থবছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন-এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিফ রহমানসহ নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষিবিদ ওয়াসিফ রহমান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর-এর সার্বিক ব্যবস্থাপনায় প্রণোদনার এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর জানান, প্রণোদনার আওতায় ৯৫০ কৃষককে আউশ আবাদের জন্য বিনামূল্যে উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সুবিধাভোগী প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) প্রদান করা হয় বরে তিনি জানান। 

Advisory Editor

Advisory Editor of http://www.krishisongbad.com/

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *