দুমকিতে সূর্যমুখী
নাহিদ বিন রফিক (বরিশাল):
দুমকিতে সূর্যমুখী : সূর্যমুখী উৎপাদন প্রযুক্তির ওপর এক কৃষক সমাবেশ ৭ মার্চ পটুয়াখালীর দুমকিতে অনুষ্ঠিত হয়। বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ।
তিনি বলেন, সূর্যমুখীর তেল শরীরের জন্য হিতকর। ক্ষতির কোনো আশঙ্কা নেই। খরিফ এবং রবি উভয় মৌসুমে চাষযোগ্য। কিছুটা লবণসহিষ্ণু। তাই দক্ষিণাঞ্চলে রয়েছে এর যথেষ্ঠ সম্ভাবনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পরিচালক ড. জাহাঙ্গীর আলম, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম. এ. মালেক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. তাওফিকুল আলম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলামের সঞ্চালনার অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
বিএআরআই’র সরেজমিন বিভাগ আয়োজিত এ কৃষক সমাবেশে ৫০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।