Site icon

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিএসটিইউ) ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬’ অনুষ্ঠিত

pstu programকৃষিবিদ নূরুল হুদা আল মামুন,পিএসটিইউ থেকেঃ আজ ০৮/৪/২০১৬ তারিখ  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিএসটিইউ) স্কুল ও কলেজ পর্যায়ের খুদে শিক্ষার্থীদের নিয়ে ‘ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬’ অনুষ্ঠিত হয়।

সকাল ৯.০০টায় ক্যাম্পাসের একাডেমি ভবনের সামনে সবুজ চত্তরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে  শুরু হয় প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠান। এরপরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়ের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও  রঙ বেরঙ্গের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্ভোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, প্রফেসর ড. আলী আসগর ভূঁইয়া ।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রফেসর ড. আলী আসগর ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আজকের এই প্রোগ্রামিং অনুষ্ঠান। আজকের খুদে শিক্ষার্থীরা একদিন দেশে বিদেশের কম্পিউটারে আরো দক্ষতা অর্জন করবে। দেশে বিদেশের অনেক বড় কম্পিউটারবিদ ও প্রোগ্রামার হয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হবে। আর এর মাধ্যমে দেশ বংগবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

ড. তাওহিদুল ইসলামের সঞ্চালনায়  দিন ব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠানে রয়েছে কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোবাইল কোম্পানি রবির অর্থায়নে দিন ব্যাপি অনুষ্ঠানে পটুয়াখালী অঞ্চলের ৮ শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। এই প্রতিযোগিতায় বিজয়ি ২০ জন সরাসরি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন।

Exit mobile version