পবিপ্রবিতে ডিম দিবস
মোঃ ইমরুল কায়েস, পবিপ্রবি প্রতিনিধি
পবিপ্রবিতে ডিম দিবস ঃ “সুস্থ মেধাবী জাতি চাইপ্রতিদিনই ডিম খাই।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের আয়োজনে পালিত হয়েছে এই ডিম দিবস। ১৭ অক্টোবর বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় নতুন একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সকাল ১০ টায় ডিম দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ডীন অধ্যাপক ড. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি সাইন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিন এবং পোল্ট্রি সাইন্স বিভাগের অধ্যাপক ড. এম. এইচ. কাওসার।
এছাড়াও অনুষদটির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ ডিম দিবস উপলক্ষে ডিমের প্রয়োজনীয়তা এবং এর উপকারিতা তুলে ধরেন। পাশাপাশি বর্তমানে বাংলাদেশের উৎপাদিত ডিম এবং বাজারে ডিমের চাহিদার কথাও তুলে ধরা হয়।