Site icon

পবিপ্রবিতে শিক্ষকদের অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের আন্দোলন

পবিপ্রবিতে শিক্ষকদের অবরুদ্ধ

পবিপ্রবিতে শিক্ষকদের অবরুদ্ধ

পবিপ্রবি প্রতিনিধিঃ

পবিপ্রবিতে শিক্ষকদের অবরুদ্ধ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) আইন ডিগ্রির দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ  রেখে আন্দোলন করছে ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা থেকে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষক ও ডীনকে অবরুদ্ধ  করে এ আন্দোলন করে শিক্ষার্থীরা। এর আগে বিকাল ৩ টায়  শিক্ষার্থীদের  সাথে আলোচনা করার জন্য অনুষদে যায় শিক্ষকরা। আলোচনা শেষে বের হওয়ার আগেই শিক্ষার্থীরা গেটে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

শিক্ষার্থীদের দাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একই বিষয় পড়ে তাদের আইনের ডিগ্রি দেওয়া হয়। আমাদের একই ধরনের বিষয় পড়ানো হলেও আইন ডিগ্রির পরিবর্তে বিএসসি ডিগ্রি দেওয়া হবে। উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ের উপর ভূমি ও আইন ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীরা জানান একাডেমিক কাউন্সিলে আইন ডিগ্রির ব্যাপারে যে আলোচনা হবে সেটার লিখিত একটা ডকুমেন্ট আমরা অনুষদ থেকে চাচ্ছি।  যতক্ষন আমরা অনুষদ থেকে লিখিত ডকুমেন্ট না পাবো ততক্ষন আমাদের এ অবস্থান থেকে আমরা সরে যাবো না। এ সময় শিক্ষকরা গেটের তালা খুলে দিতে বারবার অনুরোধ  বললেও শিক্ষার্থীরা সেটা মেনে নেয়নি।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন  অনুষদের ডীন অধ্যাপক ড.আ.ক.ম মোস্তফা জামান বলেন,এটা আমার একার কোন বিষয় না,আমি নিজে কোন সিদ্ধান্ত দিতে পারি না। একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে যা সিদ্ধান্ত হবে সেটাই চুড়ান্ত।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত হয়ে উদ্ভুত সমস্যা সমাধানের চেষ্টা করলেও সেটা সফল হইনি।

Exit mobile version