পবিপ্রবির সমাবর্তনে
পবিপ্রবি প্রতিনিধি :
পবিপ্রবির সমাবর্তনে ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সমাবর্তন উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন সফল করার জন্য গ্রাজুয়েটদের কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৯ জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে গাউন ও গিফট ৩ ও ৪ ফেব্রুয়ারি নিজ নিজ অনুষদ হতে সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে সংগ্রহ করতে হবে।
গাউন ফেরত এবং মূল সনদ সংগ্রহ ৫ ফেব্রুয়ারি বিকাল ৫ টা থেকে রাত ১০ টা এবং ৬ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। এছাড়াও সমাবর্তন স্থলে প্রবেশের জন্য এন্ট্রি পাস স্লিপ মেইল থেকে ডাউনলোড করে প্রিন্টেড কপি সাথে নিয়ে আসতে হবে। গাউনের জন্য কস্টিউম স্লিপ মেইল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। মূল সনদ সংগ্রহের আগে গাউন ফেরত দিতে হবে। গাউন সংগ্রহের সময় নিবন্ধিত শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে। গাউন জমাদানের রিসিভ দিয়ে মূল সনদ সংগ্রহ করতে হবে। গাউন হারিয়ে গেলে প্রতিটি গাউনের জন্য ১৮০০ টাকা এবং পিএইচডি শিক্ষার্থীদের গাউনের জন্য ৪০০০ টাকা জরিমানা দিতে হবে। সমাবর্তন রিহার্সাল ৩ ও ৪ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় অনুষ্টিত হবে